মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।বৈশাখের কড়া রোদের দাপটের কারণে নানান রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই জনপদের মানুষ। বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনা করে নীলফামারীর ডোমার উপজেলার রিয়াজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে খোলা আকাশের নিচে 'ইস্তিস্কার নামাজ' আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের ছোট রাউতা রিয়াজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইস্তিস্কার নামাজ। এতে মাদ্রাসার শিক্ষক-ছাত্র সহ সর্বস্তরের শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন-অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুল করিম।
ডোমার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি মাহমুদ বিন আলম বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
ইস্তিস্কার নামাজ আদায় শেষে কুতবা পড়ে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.