নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশী অভিযান ও তল্লাশী কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মিঠুন মন্ডলের নেতৃত্বে আভিযানিক দল ১টি কালো রংয়ের দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গানসহ মিল্টন বিশ্বাস (৩১) নামের এক ব্যক্তিকে আটক করে।
আজ (২৯ এপ্রিল) দুপুর ২.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ টি কালো রংয়ের দেশীয় ওয়ান শ্যুটার গানসহ মিল্টনকে গ্রেফতার করা হয়। আটক মিল্টনের বাড়ি শৈলকুপা থানার পদমদী গ্রামে।
জানা যায়, শৈলকুপা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে পদমদী গ্রামস্থ আটক ব্যক্তির মেজ ভাই মোস্তাফিজুর রহমান কটন (৪০) এর কলাবাগানের ভিতর পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সামনে তল্লাশীর সময় তিনি টিনের ঘরের মধ্য প্লাস্টিকের বস্তা দ্বারা প্যাচানো অবস্থায় পাটের ব্যাগের ভিতর থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান নিজ হাতে বের করে দেয়।
আসামী দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে আইনগত গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.