মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনে। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন । সম্প্রতি গত ২ মে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। ইতোমধ্যে অনেক স্থানে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে।
রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ চেয়ারম্যান প্রার্থী, ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
প্রতীক পেয়েই ১২ প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পোস্টার টানানো ও মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও
হোটেল-রেস্টুরেন্টগুলো সরগরম। এলাকায় বইছে নির্বাচনী আমেজ। রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
৩ প্রার্থী তারা হলেন- রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মো. সইদুল হক (আনারস) প্রতীক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতীক, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের (মোটরসাইকেল) প্রতীক। ভাইস-চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন- রানীশংকৈল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা (টিউবওয়েল) প্রতীক, উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী (চশমা) প্রতীক,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী (টিয়াপাখি) প্রতীক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় (তালা) প্রতীক। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম (পদ্মফুল) প্রতীক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা বেগম পুতুল (কলস) প্রতীক, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীক ও সারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রসঙ্গত, একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে ৬৬ টি ভোটকেন্দ্রে ব্যালট এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এর ভোট গ্রহণ। এতে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩ শত ৯১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২ শত ৮১ জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.