নিজস্ব প্রতিবেদকঃ সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইডকল ১০৬ কর্মীকে মে দিবসের আগেই হঠাৎ ছাঁটাই করেছে, মঙ্গলবার অফিস শেষ হওয়ার পর হঠাৎ জানতে পারে তাদের চাকরি আর নেই। এ কথা শুনেই হাউমাউ করে কাঁদতে থাকে কর্মীরা। তারা জানান আমাদের জীবনের মূল্যবান সময় আমরা এখানে দিয়েছি এবং আমাদের সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব! আমাদের স্ত্রী সন্তানরা কি খাবে! কিভাবে চলবে আমাদের জীবন! আমরা কর্তৃপক্ষকে অনেক অনুরোধ করেছি ইডকল কর্তৃপক্ষ আমাদের কথা শুনেন নাই তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আমাদের অনিশ্চিত জীবন থেকে রক্ষা করে আবার আমাদের চাকুরিতে পূর্ণবহাল করা হোক। এছাড়া ইডকল কর্তৃপক্ষ আরো অনেক দিমুখী আচরণের কারণে ইডকলের ভাবমূর্তি নষ্ট হচ্ছ। মে দিবস যেখানে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের এক উজ্জ্বল উদাহরণ সেখানে কিভাবে সরকারি মালিকানাধীন কোম্পানি এমন সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তর মধ্য দিয়ে মে দিবসকে এবং শ্রমিকদের কলঙ্কিত ও অপমানিত করা হয়েছে। ছাঁটাইকৃত কর্মীরা জানান, ইডকল সরকারি প্রতিষ্ঠান হলেও এর হেড অফিস ও রিজিনাল পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিরাট পার্থক্য রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় হেড অফিসের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে প্রমোশন হলেও রিজিওনাল পর্যায়ে আট বছরে কোন প্রমোশন হয় নাই যা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। রিজিওনাল কর্মকর্তা কর্মচারীদের হাউজ লোন হোম লোন সুবিধা চালু থাকলেও বিভিন্ন সময়ে মন গড়া নিয়ম করে আমাদের বাদ দেওয়া হয়েছে অন্যদিকে হেড অফিস এসব সুযোগ সুবিধা বিলাসিতার পর্যায়ে নেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠানে এমন দিনীতির দুর্নীতি পরায়ন ও তার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। সরকারি টি আর কাবিটা প্রকল্পের কাজ করতে গিয়ে সকাল থেকে ভোর পর্যন্ত জীবনের উপর ঝুঁকি নিয়ে কাজ করেছি সারারাত নির্ঘুম ডিউটি করেছি কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়েছি কিন্তু কর্মকর্তাদের কোন সহযোগিতা পাইনি। ছাঁটাইকৃত কর্মকর্তা-কর্মচারীরা জানান আমাদের চাকরিতে পূর্ণবহাল না করলে আত্মহত্যা করা ছাড়া আমাদের কোন আর পথ থাকবে না। মে দিবসে ছাঁটাইকৃত কর্মকর্তা-কর্মচারী তাদের চাকুরি পুর্নবহালের দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.