লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রচণ্ড ঝড়ে গাছ উপড়ে পড়ে দোচালা টিনের বসতঘরের নিচে চাপা পড়ে এক ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী ও তাঁর পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজীপাড়া ঘোনারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গাছচাপায় নিহত নারীর নাম রুপতারা (৪৫) এবং তাঁর ছেলের নাম তাইজুল (৫)। রূপতারা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজীপাড়ার ঘোনারবাড়ী গ্রামের কৃষক আ. কাইয়ুমের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে খাওয়াদাওয়ার পর নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন রুপতারা ও তাঁর ছেলে তাইজুল। স্বামী আ. কাইয়ুম তখন ধান কাটার জন্য ছিলেন হাওরে। রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী শুরু হলে একটি বড় রঙ্গিলা কাঠগাছ বসতঘরের ওপর এসে পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মা ছেলের মৃত্যু হয়।
কৃষক আ. কাইয়ুম বলেন, আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিছুদিন পরে আমার সন্তান এই পৃথিবীতে আসত। আমার ছোট ছেলেটার বয়স পাঁচ বছর। কালবৈশাখী ঝড় আমার জীবনে কাল হয়ে এলো। আমি আমার স্ত্রী-সন্তান ছাড়া কীভাবে বাঁচব!
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। রুপতারা ও তাইজুলকে উদ্ধার করে প্রেসিডেন্ট আ. হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপতারা ও তাইজুলকে মৃত ঘোষণা করে। কোনো ধরনের অভিযোগ না থাকায় রুপতারা ও তাইজুলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.