মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ শারীরিক প্রতিবন্ধী এক যুবতী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নীলফামারীর ডোমারে আবু কালাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
রবিবার (৫ই মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যায় তাকে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চিলাই এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আবু কালাম শারীরিক প্রতিবন্ধী নারীর বাড়িতে গিয়ে তার বাবাকে খুঁজে। সেসময় তার পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে আবু কালাম তাদের ঘরের ভিতর ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের বাড়ির একটি মেয়ে দরজার ফুঁটো দিয়ে ধর্ষণ চেষ্টা দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় এলাকাবাসী ছুটে আসলে, আবু কালাম কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় শনিবার (৫ই মে) বিকালে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর পিতা বাদী হয়ে ডোমার থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে চিলাই এলাকায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, শনিবার বিকালে ২০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী নারীর পিতা আবু কালামের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে আবু কালামকে সন্ধ্যায় গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.