মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হন। সোমবার বিকালে লালমোহন পৌর ভবন এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনগণ বাস ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে মালিক সমিতির একটি বাস ভোলা থেকে ছেড়ে লালমোহন পৌরসভা ভবন অতিক্রম করছিল। এ সময় অপর দিক থেকে পৌরশহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল অটোরিকশা। তবে দ্রুত গতির বাসটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষতি না হলেও গুরুতর আহত হন অটোরিকশার সকল যাত্রী।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক মো. সুজন, অটোরিকশার যাত্রী ও কালমা ইউনিয়নের চরছকিনা এলাকার বাসিন্দা মো. সেলিম, বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার বাসিন্দা মো. নান্নু, লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাজ্জাক এবং পাবনা সদরের বাসিন্দা মো. আলাল। এদের মধ্যে মো. সুজন ও মো. সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এছাড়া বাস এবং অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বাকী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.