স্বপন কুমার রায়,খুলনাঃ আদালতের আদেশ অনুযায়ী, বর্তমান পদ থেকে পদত্যাগ না করেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করতে পারবে।
মঙ্গলবার (০৭ মে) এ সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
একই সঙ্গে পদত্যাগ করে ইউপি চেয়ারম্যানদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটকারীর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, কুমিল্লার মাইজ খার ইউপি চেয়ারম্যান সেলিম প্রধান পদত্যাগ ছাড়াই চান্দিনা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আদালতের দ্বারস্ত হন। শুনানি শেষে আদালত তাঁকে মনোনয়ন দাখিলের অনুমতি দেন।
এর আগে, সিলেট ও কুষ্টিয়ায় দুইজন ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করলে তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
পরে তারা উচ্চ আদালতে আসলে গত ২৩ এপ্রিল ইসির সিদ্ধান্ত বাতিল করে রুলসহ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
নির্বাচন কমিশন এই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ২৯ এপ্রিল হাইকোর্টের আদেশ স্থগিত করেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.