সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ব্যাপক উৎসাহ ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচন।
এই তিন উপজেলায় মোট ১৩৩ টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে অতিগুরুত্বপুর্ণ ভোট কেন্দ্রের সংখ্য ২৮ টি এবং গুরুত্বপুর্ণ ভোট কেন্দ্র রয়েছে ৪৫ টি। ৩টি উপজেলার অবস্থান ব্রহ্মপুত্রের অববাহিকায় হওয়ায় প্রায় অর্ধেক ভোট কেন্দ্রেই রয়েছে চরাঞ্চলে।
ভোট সুষ্ঠ করতে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী। মোট প্রার্থীর সংখ্যা ৪০ জন।
এই ৩ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.