মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মটরসাইকেল প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ ও উড়োজাহাজ প্রতিকের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশের উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়েছে।
প্রতিক পাওয়ার পর থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট এবং দোয়া চাচ্ছেন এই ২ প্রার্থী।
তারই ধারাবাহিকতায় ১১ মে শনিবার সন্ধায় ভেলুমিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ও ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত হয়েছে। উঠান বৈঠকে সাধারন ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন মোহাম্মদ ইউনুছ ও আলী নেওয়াজ পলাশ। উপজেলার উন্নতি এবং জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই মোহাম্মদ ইউনুছ মিয়া এবার উপজেলা পরিষদ নির্বাচনে’ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানান,একই বক্তব্য ব্যক্ত করেন আলী নেওয়াজ পলাশ।
এসময় ভোলা সদর উপজেলা নিবার্চনে মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ বলেন,ভোলা সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকের উঠান বৈঠকে জনসমুদ্রে পরিনত হয়েছে।
উপস্থিত সাধারণ ভোটাররা প্রমাণ করেছে মটরসাইকেল ও উড়োজাহাজ বিজয় হলেই কাঙ্খিত উন্নয়ন হবে। তাই মটরসাইকেল প্রতীক ও উড়োজাহাজ প্রতিকের বিরোধী সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে ২১ মে শান্তিপূর্ণ পরিবেশে মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ন্যায় ভোলা সদর উপজেলায় ও কাঙ্খিত উন্নয়ন হবে।
এসময় মটরসাইকেল প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউনুছ আরো বলেন,আপনারা ২১ তারিখ পর্যন্ত কষ্ট করুন,আপনাদেরকে ৫ বছর সেবা দিয়ে যাব। সামান্য টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না। ২১ তারিখে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন আমি এবং পলাশ আপনাদের সেবায় নিজেকে বিলীয়ে দেবো।
এসময় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতিকের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ,ভোলা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক রুবাইয়াত হোসেন সুশান,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু ছায়েম,যুগ্ম আহবায়ক আবিদ আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.