মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনার মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে ও শান্তিতে রয়েছেন। বর্তমান সরকারের আমলেই দেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যার ফলে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে।
রোববার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলার সভাপতি ফারজানা চৌধুরী রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেবেকা সিংহ, বাংলাদেশ ক্যাথলিক মন্ডলি, বরিশাল ধর্মপ্রদেশ এবং ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.