মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে হামলা ও ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ ময়নুল হক মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ই মে) ভোররাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়নুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ময়নুল হক মনু একই এলাকার মৃত আব্দুল হকের পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী জানান, রবিবার সকালে আটককৃত ময়নুলকে জেলা আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, হামলা ও ভাঙচুরের ঘটনার রাতে (বুধবার) ঘটনাস্থল থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হলেন, উপজেলার ছোটরাউতা ফরেস্টপাড়ার মৃত হামিদুল ইসলামের পুত্র আবু সুফিয়ান (৪০), থানাপাড়ার হায়দার আলীর পুত্র মোঃ রাকিউল ইসলাম (৪০), পশ্চিম বোড়াগাড়ী স্কুলপাড়ার আনছার আলীর পুত্র রিমুন ইসলাম (২৪), মেলাপাঙ্গার আফজাল হোসেনের পুত্র হারুন অর রশিদ (৩০) ও চিলাই পাগলা বাজারের মৃত নুরুল হকের পুত্র মোঃ দুলু (৩৮)।
উল্লেখ্য, গত ৮ই মে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পরাজিত প্রার্থী তোফায়েল আহমেদের কর্মী-সমর্থকেরা উপজেলা পরিষদে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় নির্বাচন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.