জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার সকাল ১১.০০ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ গ্রহণ কর্মসূচিতে প্রশিক্ষনার্থীদের সাথে এক মতবিনিময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। জেলা প্রশাসক তার বক্তব্য বলেন, এই নির্বাচনকে হালকাভাবে নেয়ার কোন কারণ নেই কর্মকর্তাদের। নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর এসে নির্বাচন আয়োজনের জন্য কর্মকর্তাদেরকে তৎপর থাকতে হবে। উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশন অনুযায়ী এবারের নির্বাচন রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচন হবে বলে ঘোষণা দেন ডিসি। জেলা প্রশাসক তার বক্তব্যে আগামী ২১ মে তারিখে অনুষ্ঠিতব্য ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচনে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী দায়িত্বশীলতার সাথে পরিস্থিতির মোকাবেলা করবার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন আমরা একটি অর্থবহ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহসীন আল মুরাদ, জেলা নির্বাচন অফিসার আবু আনসার, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.