বিশেষ প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের সহায়তায়, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (১৭ মে) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুপ্রক সদস্য মো. জিয়াদ, মো. আরিফ প্রমুখ।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল জানান, মোট ৩টি পর্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪টি গ্রুপে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (৮ম-১০ম শ্রেণির) শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৪টি গ্রুপের বিতর্কের বিষয়, অভাবই দুর্নীতি বাড়ে না- লোভেই দুর্নীতি বাড়ে। দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মূখ্য। নৈতিক অধ:পতন না অর্থের লোভ দুর্নীতির বিস্তার ঘটায়। দুর্নীতি প্রসারের মূলে রাস্ট্র দায়ী-না সমাজ দায়ী। বিতর্ক প্রতিযোগিতায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সেগুলো হলো- লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা। দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম পর্বে বিজয়ী ৪টি প্রতিষ্ঠান হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী ৪ দল আগামী ২০মে দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করবে। দ্বিতীয় পর্বে বিজয়ী ২টি প্রতিষ্ঠান আগামী ২৩ মে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.