নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতিকের মনোনীত প্রার্থী ছালেহা আখতার চৌধুরীর বিকল্প কাউকে দেখছে না সাধারণ ভোটাররা।
সরজমিন পরিদর্শন করে জানা যায়,ছালেহা আখতার চৌধুরী,দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত রয়েছে, তার স্বামী মরহুম টুনু চৌধুরী ছিলেন দীর্ঘ ২০ বছরের উপরে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান,তখন থেকে তিনি রাজনীতিতে স্বামীর সাথে জড়িত হয়ে পড়েন,মানুষের সেবায় সব সময় নিজেকে বিলিয়ে দেন। প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার-প্রচার চালিয়ে যাচ্ছিলেন তিনি,গতকাল শেষ দিনে ও তার প্রচার-প্রচারনায় জনগনের উপচে পড়া ভীড় ছিল।
ছালেহা চৌধুরী করোনা কালীন সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন,অসহায় মানুষের সুখে-দুখে কাজ করে যাচ্ছেন সবসময়ই।তাইআগামী একুশে মে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার বিপরীতে কাউকে দেখছেন না ভোটাররা।
হাঁস প্রতিকের মনোনীত প্রার্থী সালেহা আখতার চৌধুরী বলেন,আমি চাই প্রতিটি মানুষ ভালো থাকুক,সুন্দর থাকুক, সবসময় চেষ্টা করেছি অসহায় দুস্থ মানুষের পাশে থাকার"আমি জনপ্রতিনিধি হিসেবে নয় ভোলা সদর উপজেলা বাসীর কাছে তাদের সেবক হিসেবে থাকতে চাই।
তিনি আরো জানান, আগামী একুশে মে বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.