মুশফিক হাওলাদার,লালমোহন,ভোলা প্রতিনিধিঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন হয়েছে।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১ম পর্বের বিজয়ী ৪টি গ্রুপ ২য় পর্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২য় পর্বে প্রথম গ্রুপের বিতর্কের বিষয়-ফেসবুক ব্যবহার ছাত্রসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ। এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা, বিপক্ষে- দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় গ্রুপের বিতর্কের বিষয়- মোবাইল ফোনের ব্যবহার ছাত্র সমাজের সুশিক্ষা অর্জনের অন্তরায়। এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিপক্ষে- লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। প্রথম গ্রুপে বিজয়ী হয় দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। ২য় গ্রুপে বিজয়ী হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় পর্বে বিজয়ী ২টি প্রতিষ্ঠান আগামী ২৩ মে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় আগামী ২৬ মে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ হাওলাদার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলরুবা জাহান আরজু, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা সহকারী মৌলভী মনির হোসেন রাসেল, হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মনির খান আকাশ, দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ হামজা রুবেল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.