ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার ২৩ মে হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে সভায় ঠাকুরগাঁও- ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা মোছাঃ শাকিলা আকতার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আহাদুজ্জামান সজিব, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফিরোজ কবির,বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শামিম, বালিয়াডাঙ্গী হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট মোঃ আলী আফজাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম,মেডিকেল অফিসার মোঃমোজাম্মেল হক, CHCP মোঃ সফিউল আলম কায়সার, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবে ড সভাপতি ও সাংবাদিক রাজিউর রহমান রাজু, সিনিয়ার সাংবাদিক রমজান আলী, সাংবাদিক আব্দুস সবুর,সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা গুরুত্বের সাথে শোনেন এবং দূত সমাধানের আশ্রাস দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী সেনেটারী ইন্সপেক্টর মো: আবদুল গফুর।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.