নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আপন বড় ভাই। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা সদর মডেল থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে"ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অপরাধীদের সর্বস্ব শাস্তির আওতায় আনার আশ্বাস প্রদান করেন তিনি
নিহতের নাম মো. আবদুল মালেক ওরফে মানিক (৭০)। তিনি একই গ্রামের ওহাব আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বজলুর রহমান ও ভাতিজা মো. আরিফ এবং মেঝ ভাই তাজল এর স্ত্রী মমতাজ বেগম(৫০) আটক করেছে ভোলা সদর থানা পুলিশ।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, জমি নিয়ে বিরোধের জেরে তার স্বামী আবদুল মালেককে অপর ভাই বজলুর রহমান ও ছেলে মো. আরিফ পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ মে দুপুরে আজকের পত্রিকাকে জানান,জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনায় নিহত আবদুল মালেকের ছেলে মোঃ মামুন ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামী করে বৃহস্পতিবার ২৩ মে রাতে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করলে ওইদিন রাতেই অভিযান পরিচালনা করে নিহতের ছোট ভাই,ভাতিজা এবং মেঝ ভাই তাজল এর স্ত্রী মমতাজ বেগম কে গ্রেফতার করা হয় এবং ২৪ মে শুক্রবার দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.