মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার শহর বাঁকখালী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ রোববার বেলা ১টার দিকে নতুন বিমান বন্দরের পাশে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, মহেশখালী থেকে কক্সবাজার শহরে আসার পথে একটি স্পিডবোটের চালক বঙ্গোপসাগরের বাকঁখালী নদীর মোহনায় মরদেহটি ভাসতে দেখেন। পরে নুনিয়ারছটা ঘাটের স্পিডবোটের লাইনম্যান বিষয়টি পুলিশকে জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন। তিনি বলেন, ভেসে আসা নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স ৪০–৪২ হতে পারে।
এসআই রুহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সব কিছু জানা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.