ঈদগাঁও,কক্সবাজারঃ ঈদগাঁওতে 'জননীর জন্য ভালোবাসা অনুষ্ঠান' ও 'মা' সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও আর্থিক পরামর্শ প্রদান করা হয়।
সরকারি- বেসরকারি যৌথ মালিকানাধীন
'প্রথম প্রজন্মের' ব্যাংক খ্যাত আইএফআইসি ব্যাংক পিএলসি ঈদগাঁও বাজার উপ-শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন। ঈদগাঁও বাজার উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে ব্যাংকের অভ্যন্তরে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন অত্র শাখার সহকারি অফিসার সাজিদ হাসান তানভীর, রিলেশনশিপ অফিসার মোঃ ওবাইদুল্লাহ ও রামু উপ-শাখার সহকারী অফিসার মিজানুর রহমান।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। দেশকে স্বাবলম্বী ও স্বয়ং সম্পূর্ণ করতে হলে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া নারী সমাজকে ব্যাঙ্কিং সুবিধার আওতায় নিয়ে আসার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত নারী গোষ্টিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সঞ্চয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সঞ্চয়ের প্রয়োজনীয়তা ও প্রসেসিং সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
আলোচকরা মা-দেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠারও আহ্বান জানান।
সমাবেশে মহিলা উদ্যোক্তা, গৃহিণী, চাকুরিজীবী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করা ব্যাংকের কক্সবাজার শাখা নিয়ন্ত্রিত এ উপ-শাখার বর্তমান আমানত প্রায় ১১ কোটি টাকা বলে জানান অফিসার ইনচার্জ।
তিনি আরো বলেন, ১৪ শত শাখা, উপ-শাখার মাধ্যমে এ ব্যাংক হতে দেশব্যাপী সকল ধরনের ব্যাঙ্কিং সেবা দেয়া হচ্ছে।
তিনি এ উপ-শাখার বর্তমান গ্রাহক সংখ্যা পনের শত উল্লেখ করে বলেন, "সেবায় সাফল্যে ও আস্থায়" স্লোগানে প্রতিষ্ঠিত ব্যাংকটিতে স্টুডেন্টস একাউন্ট, ডিপোজিট স্কীম, বিনা ফিতে সহজ একাউন্ট খোলা সহ দৈনিক ভিত্তিতে মুনাফা প্রদানের সেবা চালু রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.