গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে ফ্লাটের বেলকুনি থেকে পড়ে এক শিশু মৃত্যুর।
বুধবার বেলা ১১টার দিকে কাশিমপুরের বারেন্ডা এলাকার নয়েজ মিয়ার ছয়তলা বিল্ডিং এর ৫ম তলার বেলকুনি থেকে ইয়ামিন নামের দেড় বছরের শিশুটি খেলতে গিয়ে হঠাৎ পড়ে যায়। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ইয়ামিন সাতক্ষীরা জেলার সদর থানার সুলতানপুর গ্রামের হাফিজুর রহমান ও খাদিজার ছেলে।
শিশুটিকে নিয়ে বাবা মা নয়েজ মিয়ার বিল্ডিং এ ৫ম তলার এক ফ্লাটে ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টস কারখানায় চাকরী করে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ওই সময় শিশুটি তাদের রুমে খেলতেছিল, পরে বেলকুনিতে এসে খেলা শুরু করে, এসময় হঠাৎ শিশুটি পড়ে যায়। বেলকুনিতে দুই ফিট উচ্চতার লোহার গ্রিল দিয়ে আটকানো থাকলেও উপরে পুরোটাই ছিল ফাঁকা।
স্থানীয় বাসিন্দা ও কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধা বলেন, আমি সহ এলাকাবাসীর অনেকেই এই বাড়ির মালিক কে সতর্ক করেছিলাম বিল্ডিং এর বেলকুনিগুলোতে গ্রিল দিয়ে রাখতে। যেকোন সময় যে কেউ পড়ে যেতে পারে। এমন সতর্কতার মধ্যেই এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, বিল্ডিং থেকে শিশুটি পড়ে গিয়ে মারা গিয়েছে, সেখান থেকে কিভাবে পড়লো সেটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.