মেহেরপুর প্রতিনিধিঃ করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য শােভাযাত্রা প্রদক্ষিণ হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম,উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ।
সভাটি পরিচালনা করেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হোসনে মোবারক।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.