প্রতিনিধি মেহেরপুরঃ গতকাল বুধবার ৫ জুন ২০২৪ মেহেরপুর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আয়োজন অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ভূমিকা শীর্ষক, আলোচনায় প্রধান অতিথি হিসেবে ফরহাদ হোসেন এমপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকাতে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে বিশেষ অতিথি এস এম নাজমুল হক বিপিএম (বার) পিপি এম পুলিশ সুপার মেহেরপুর, পল্লব ভট্টাচার্য পিপি জেলা জজ কোর্ট মেহেরপুর, অতিথি তাঁদের বক্তব্যে সমাজের নানা দিক এবং অভিভাবকদের দায়িত্ব সেই সাথে প্রাথমিক ভাবেই সন্তানদের যে সমস্ত অনুশীলন করানো প্রয়োজন তা তুলে ধরেন। মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রম অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোঃ শামীম হাসান জেলা প্রশাসক, সভাপতি তাঁর বক্তব্যে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ে কে গুরুত্ব দিয়ে নৈতিক শিক্ষা নিয়ে করণীয় কি পরিবার ও সমাজের তা আলোচনার মধ্যে বিস্তার ভাবে উপস্থাপন করেন। অন্যদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা নিয়ে শিশু কিশোরদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুল ইসলাম মনি, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাব এর সভাপতি ফজলুল হক মন্টু বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলামিন হোসেন অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন জয়ন্ত কুমার সাহা সরকারি প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও শিক্ষা কার্যক্রম মেহেরপুর।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.