আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাজী রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান পদে মো. এজাদুল হক পারুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি ।
গতকাল ৫ জুন (বুধবার)প্রশাসনের কঠোর নজরদারিতে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুন্দর পরিবেশে চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১১৬টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিষদ হলরুম থেকে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও ঘোষণা করেন। রাত পৌনে ১২টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান।
ঘোষণামতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম রফিক (আনারস) প্রতীক নিয়ে ৪৮ হাজার ২৬১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৪ হাজার ৮৬০ ভোট পেয়েছেন।
ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এজাদুল হক (তালা) প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে তিনি ৫০ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহম্মেদ (চশমা) প্রতীক নিয়ে ২২ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা সুলতানা মুন্নি (পদ্মফুল) প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে ২৯ হাজার ৭৩৬ ভোট পেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.