নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ "শুধু সনদ অর্জন নয়, সবাইকে ভালো মানুষ হতে হবে" এ স্লোগানকে সামনে রেখে এসএসসি পরীক্ষায় ভোলার বোরহানউদ্দিনের সেরা বিদ্যাপীঠ ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দমুখর উচ্ছ্বাসের মধ্যদিয়ে সংবর্ধনা দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মন্নান কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরু হয়।
শিক্ষার্থীদের উচ্ছ্বসিত পরিবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বোরহানউদ্দিন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আয়শা সিদ্দিকা, কাচিয়া টবগী ইপি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান শিহাব,বালাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ননী গোপাল দে, প্রফেসর জাকির হোসেন, সমাজ সেবক হান্নান মিয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির উল্যাহ্, কবি ও সাংবাদিক ডা. গাজী তাহের লিটন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন। সুধাংশু দে, সূবর্না সমদ্দার ও শাহাবুদ্দিন হাওলাদার।
আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিশিষ্টজনেরা বলেন, "মেধাবীদের শুধু সনদ পেলে চলবে না, ভালো মানুষ হতে হবে। অন্যথায় জাতি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সময়কে কাজে লাগিয়ে সামনের দিকে এগুতে হবে। "
আলোচনা পর্ব শেষে, বিদ্যালয় হতে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রান্তসীমায় এসে অতিথিবৃন্দ ও শিক্ষকগনের সাথে ফটোসেশন পর্বে ফ্রেমবন্দী হয় কৃতি শিক্ষার্থীরা। এরপর সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে অনষ্ঠানের ইতি টানা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.