রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুল ও আয়েশা (রাঃ) অরফান ইনস্টিটিউটের পক্ষ থেকে রানীশংকৈল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ জুন শনিবার দুপুরে উপজেলার ফায়ার সার্ভিস রোড দক্ষিণ সন্ধ্যারই অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে, এসময় উপস্হিত ছিলেন সদস্য শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সহ সকল সহকারী শিক্ষক বৃন্দ ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লবের হাতে অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক বৃন্দ সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন আমি আমার উপজেলা পরিষদের বরাদ্দ থেকে যতটুকু পারি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.