রানীশংকৈল প্রতিনিধিঃ 'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে তিন দিনব্যাপি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২৪
এর উদ্বোধন করা হয়েছে।
রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি কৃষি মেলা অনুষ্ঠিত হবে।
১০ জুন সোমবার দুপুরে মেলার শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে কৃষকদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসে সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপত্বিতে উপজেলা কৃষি অফিস চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার,জাতীয় পার্টির উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ ও উপস্থাপকের ভুমিকায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম । এ সময় আরোও উপস্থিত ছিলেন, রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক কৃষাণিরা উপস্থিত ছিলেন।
কৃষি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন কন্দাল ফসলের চাষ পদ্ধতি বিষয়ক কৃষি প্রদর্শনীর ১৩টি স্টল পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এসময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ১২ জুন বিকেল পর্যন্ত। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষি মেলাটি কৃষাণ-কৃষাণীসহ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.