পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদের আমেরিকা প্রবাসী বন্ধু ও পরিবারের অর্থায়নে এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় ওই চক্ষু শিবিরের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক। আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদের নব নির্মিত হলরুমে চক্ষু শিবিরের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান এএস শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, রিক’র উপ পরিচালক আবু রিয়াদ খান ও রিক’র প্রবীণ কল্যাণ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসী বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিক পঞ্চগড়’র এলাকা ব্যবস্থাপক আব্দুল মালেক প্রামানিক।
দিনব্যাপী ওই চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকগণ সহস্রাধিক রোগি দেখেন। এদের মধ্যে অপারেশনের জন্য ১৩৫ জন রোগিকে ঠাকুরগাঁয়ের গ্রামীণ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া তিন শতাধিক রোগিকে বিনামূল্যে চশমা ও দুইশ জন রোগিকে লাঠি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.