বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুরে ইমন আহমদের মায়ের চিকিৎসা ফান্ডেরউত্তোলন করা নগদ ৬ লাখ ৩১ হাজার ৫০ টাকা পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে ।
নিজপাট ইউনিয়নের পানিয়ারা হাটির বাসিন্দা আতাউর রহমানের স্ত্রী ইমন আহমদ ইমুর আম্মা জয়তুন বেগম তিনি দীর্ঘদিন থেকে জঠিল রোগে আক্রান্ত হয়ে আছেন।
অপারেশন কাজে অন্তত সাড়ে ৩ লাখ টাকার প্রযোজন হয়। এই অবস্থায় তার মায়ের চিকিৎসা সেবায় সহযোগিতা করতে এগিয়ে আসেন জৈন্তাপুর উপজেলার এক ঝাঁক তরুন সমাজকর্মী।
গত ৬ জুন রাতে জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক বৈঠকে টাকা উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অর্থ সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতার আহবান করার পর মাত্র ৮ দিনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,প্রশাসন এবং প্রবাসীদের সহযোগিতায় ৬ লাখ ৩১ হাজার ৫০ টাকা উত্তোলন করা হয়েছে।
১৪ জুন শুক্রবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সভায় ইমন আহমদের পরিবারের নিকট নগদ উত্তোলন হওয়া নগদ টাকা হস্থান্তর করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা আবুল হাসিমের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর আমীনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট'র সুপার হেলাল আহমদ, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ব্যাংকার কামাল হোসেন, সমাজসেবী তারেক খান, ব্যবসায়ী সুব্রত মোহন ধর, ব্যবসায়ী রতন সুছেন , স্বপন মাহমুদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, ছাত্র নেতা হাবিবুর রহমান, ইমনের পিতা আতাউর রহমান, সমাজকর্মী হোসেন মিয়া ও রুবেল আহমদ।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম ইমন আহমদের মায়ের চিকিৎসা ফান্ডে অর্থ সহায়তা করায় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,প্রশাসন এবং প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং যারা অর্থ উত্তোলন কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.