সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হিজলদী বাজারের পাশে একটি রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া যায়।আজ শুক্রবার (২১ জুন) সকালের দিকে সাপটি দেখতে পাওয়ার পর স্থানীয়রা মেরে ফেলে। এর আগেও এ এলাকায় আরো দুটি রাসেল ভাইপার সাপ দেখা যায় বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মাঠের ধানক্ষেতের পাশে রাসেল ভাইপার সাদৃশ্য একটি সাপ দেখতে পান । সাপটি দেখার পরেই এলাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।কিছুক্ষণ পরে সাপের গতিবিধি লক্ষ্য করে কাছে যেয়ে নির্ণয় করা হয়। একপর্যায়ে কৌশলে খুব সাবধানে সেটিকে মেরে ফেলা হয় ।
স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগে এই একই এলাকায় একজোড়া সাপ দেখা যায়। ধানক্ষেতে এরা বিশেষ করে আশ্রয় নেয়। রাসেল ভাইপার সদৃশ্য একটি সাপ মারা পড়ায় গ্রামবাসীর মধ্যে সাপ আতংক দেখা দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.