বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় শল্য বালা (৫০) নামে এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী অন্তভূক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত শল্য বালা একই গ্রামের জগেস চন্দ্র রায়ের স্ত্রী।
নিহতের ছোট ভাই একই ইউনিয়নের ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র রায় বলেন, সকালে তার বৃষ্টিতে ভিজতে ভিজতে টিউবঅয়েল পাড়ে যায় আমার বোন (শল্য বালা)। একসময় পাশে থাকা কলার গাছের উপর বজ্রপাত ঘটলে সেও আহত হয়। সে সময় সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির অন্য সদস্যরা চিৎকার শুনে তাকে দ্রুত উদ্ধার করে। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, ঘটনার পর বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বজ্রপাতে নিহতের ঘটনায়টি নিশ্চিত করে জানান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.