উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ (২৮ জুন) রোজ শুক্রবার ভোর ৫ দিকে,উপজেলা পুঠিয়া কাঁঠালবাড়ীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মোছা: ফার বেগম (৬০) স্বামী মোঃ মেহের আলী (৭০) ফার বেগম মালেক মাস্টারের কাঠ মিলে নাইট ডিউটি হিসাবে পাহারা দেন,মূলত রাতে সেখানেই থাকেন।
কিন্তু ভোর ৫ টার দিকে ঘুম থেকে উঠে চৌকি থেকে নেমে তার বিছানা ঠিক করছেন,এমন সময় চৌকির নিচে থেকে এসে,একটি সাপ কামড় দেয় দ্রুততার সাথে তার ছেলে মেয়ে এসে উঝার বাড়িতে নিয়ে যাই।
ততক্ষণে রোগীর অবস্থা অবনতি হলে দ্রুততার সাথে পুঠিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোছ: ফার বেগমের মেয়ে পারুল বলেন,আমার মাকে সাপে কেটেছে কিন্তু কি সাপ আমরা দেখিনি অনেকেই বলছে সাপটি একটু মোটা সাইজের,পরে আমার মাকে উঝার কাছে নিয়ে যাই,অবস্থার অবনতি হলে পুঠিয়া মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করে আমার মাকে দাফন করার জন্য ধর্মীয় অনুযায়ী সকল প্রক্রিয়া শুরু করেছি।