কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, একই পরিবারের
নরসিংদী জেলার সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার, (২৫) ও ছেলে আব্দুল্লাহ (৭)। আহতরা হলেন, কামারগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে দেলোয়ার (২৮), বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে আসছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ছেলে দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক এবং অটোরিকশা জব্দ করে থানায় আনার ব্যবস্থা করেছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.