মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্যোগে আজ বুধবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী সভাকক্ষে দুপুরে এ সভার আয়োজন করা হয়।
এতে কথা বলেন দশ পদাতিক ডিভিশন রামু সেনানিবাসের ২৪ বীর ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাহসিন সালেহীন ও ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।
ছিলেন মেজর আরাফাত, লেফটেন্যান্ট জুনায়েদসহ অন্য সেনা কর্মকর্তারা। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম, মোঃ ছানা উল্লাহ, আব্দুস সালাম, সেলিম মাহমুদ, আকতার উদ্দিন, আলহাজ্ব আব্দুস শুক্কুর, মোজাম্মেল হক, বেলাল উদ্দিন, কামাল হোছাইন, জামায়াত নেতা ছলিম উল্লাহ জেহাদী, মাস্টার ছৈয়দুল আলম হেলালি, মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে চেয়ারম্যান আলমগীর তাজ জনি, মাওলানা দেলোয়ার হোছাইন, সোহেল জাহান চৌধুরী, আব্দুর রাজ্জাক, রফিক আহমদ, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, খেলাফত মজলিস নেতা হাফেজ শহীদুল্লাহ মিয়াজী, হাফেজ ইমরান উদ্দিন, ব্যবসায়ী আরিফুর রহমান, কামাল উদ্দিন সওদাগর, সাহাব উদ্দিন, ছৈয়দ আহমদ, মাহমুদুল করিম গুননু, মোকতার আহমদসহ সুধী সমাজ ও গণ্যমান্যরা। সভায় ক্ষতিগ্রস্ত ঈদগাঁও থানার কার্যক্রম স্বাভাবিক করা, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম স্বাভাবিক রাখা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সহায়- সম্পত্তির নিরাপত্তা বিধান করাসহ সহ নানা বিষয়ে উপস্থিতিদের সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.