রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিবকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (০৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক এম,এন,ইসলাম সোহেল স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত মাইদুর রহমান খান সজীব শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ।
শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অফিস দখল করে ছবি ভাংচুর করে।
পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিটিং করে এবং স্থানীয় একজন শিক্ষককে আঘাত করার অভিযোগ উঠে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজীবের বিরুদ্ধে। এসব ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরো বলেন, দলের একজন দায়িত্বশীল নেতা বা কর্মীর কাছ থেকে দল এরকম কার্যক্রম আশা করে না। যা দলের সন্মান এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.