সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
১১ আগষ্ট রবিবার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন উজধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৬) ও তাঁর মেয়ে সাথী আক্তার (১৪)। মেরিনার স্বামী সৈয়দ আলী বলেন, সকাল থেকে আমার স্ত্রী ও মেয়ে দুই জনে বাড়ির পাশের লিজ নেওয়া জমির ধান ক্ষেতের আগাছা দমনে নিড়ানির কাজ করছিল। দুপুরে হঠাৎ মসূলধরে বৃষ্টি এলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বিকট আওয়াজে বজ্রপাত হলে ঘটনা স্থলে দুই জনই মারা যায়। এ ঘটনায় রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানান। হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, উজধারী গ্রামে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে মা-মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্মবিরতিতে থাকায় এ ঘটনায় রানীশংকৈল থানা পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.