মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, বাড়িঘর ও মন্দির-উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর ডোমারে হাজার হাজার সনাতনীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ই আগস্ট) বিকাল ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হিন্দু সংগঠনগুলোর ডাকে সর্বস্তরের হিন্দুদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতারা সংখ্যালঘুদের জন্য কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারী মানিক অধিকারী বলেন, দেশ ২য় বারের মতো স্বাধীন হলেও, আমরা পরাধীন রয়েছি। আমাদের স্বাধীনতা নেই। আমরা যদি স্বাধীন হতামই, তাহলে রাত জেগে সংখ্যালঘুদের মন্দির-উপাসনালয়, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় পাহারা দিতে হত না। আমরা বিচার চাই।
আন্দোলনকারী নিখিল চন্দ্র সাহা বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ ছাড়তে চাই না। তবে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দিতে চাইলে, রংপুরের শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিতে প্রস্তুত আছে হিন্দু সমাজ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, ব্যবসায়ী নেতা নিখিল চন্দ্র সাহা, প্রদীপ কুমার শর্মা, মিন্টু কুমার সাহা, উজ্জ্বল কানজিলাল প্রমুখ সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি ও অন্যান্য সনাতনী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.