সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে সকাল থেকে জেলার ১২টি থানার প্রত্যেকটিতে পুরোদমে শুরু হয়েছে পুলিশের স্বাভাবিক কার্যক্রম। সকালে জেলাশহরসহ প্রতিটি থানা এলাকায় আনুষ্ঠানিক ভাবে পুলিশ মহড়া বের হয়। এসময় বাজার ও বিভিন্ন মোড়ে মোড়ে জনগণকে সচেতন করে পুলিশ এবং তাদের সাথে থেকে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের উপস্থিতিতে সড়কে ফিরে এসেছে শৃংখলা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক পুলিশ। থানায় থানায় শুরু হয়েছে স্বাভাবিক কারর্য়ক্রম।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান,
থানায় আগত সেবাপ্রার্থীদের জিডি, অভিযোগ, মামলা গ্রহণ, নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম সহ সার্বিক কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে।
এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভিআর সহ অন্যন্য কার্যক্রম অব্যহত আছে।
প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থানা পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। নব উদ্যমে আরো বেগবান হয়ে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে নিষ্ঠা , দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত । কাজেই যে কোন ধরণের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটতম থানার পুলিশকে জানাতে আহ্বান জানান পুলিশ সুপার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.