মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করতোয়া মাল্টিমিডিয়ার সহ-সমন্বয়ক হওয়ায় গত ৫ আগষ্ট সোমবার বগুড়ার শেরপুরে হাওয়াখানা এলাকার সহ-সমন্বয়ক সিয়ামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহ-সমন্বয়ক সিয়ামের বাবা-মা, বোন ও দাদা গুরতর আহত হয়েছে। আহতরা হলেন, শাহবন্দীগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সহধর্মিনী টপি খাতুন, প্রতিবন্ধী মেয়ে সিয়া খাতুন, ও বাবা মোতাহার হোসেন।
রোববার (১১ আগষ্ট) রাত ৮টায় আহতদের দেখতে জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম মিন্টু, শাহবন্দীগী ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক বদিউজ্জামান (বদি), উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শাহবেন্দেগী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার বাড়িতে গতকাল শনিবার দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয় তাকেও দেখতে যান ওই নেতাকর্মীরা।
আহত সিয়ামের বাবা শাহবন্দেগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বলেন, রাত ১০টার দিকে আমার বাড়িতে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ও বাড়িঘর ভাংচুর করে ব্যবসার জন্য তোলা ৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তাদের বাঁধা দিতে গেলে আমাকে আমার স্ত্রী, প্রতিবন্ধী মেয়ে ও বাবাকে মারপিট করে গুরতর আহত করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.