স্টাফ রিপোর্টারঃ
-----------আমরাই তো রাষ্ট্র-----------
কবি মোঃ তানভীর ইসলাম জিহাদ
শোন বাঙালি তোমাকে বলি ছোট্ট কথা
আমাদের রাষ্ট্র কাদের হাতে জানিনা তো আমরা
স্বাধীন দেশে বাস করি আমরা যেথা
খেঁটে খাওয়া মানুষের ঘামের দাম সামান্য টাকা
আলিশান অফিসে চাকরি পেতে লাগে বাপ দাদাদের কোটা
কিছু দাদা যুদ্ধ করে নিতে চাইনি তো কোটা
আবার, যুদ্ধ না করেও অনেক দাদা পেয়েছে মর্যাদা
শোন বাঙালি তোমাকে বলি আরো ছোট্ট কথা
কোটার কারনে চাকরি পায়নিতো অনেক মেধা
মাস শেষে বিদ্যুৎ বিল আসে যখন বুঝা যায় সেইটা
রক্ষকের কাছে যেয়ে করি আহাজারি
ভক্ষকের খাতা দেখে করতে হয় পায়চারি
যদি জ্ঞানের বিনিময়েই সে পদমর্যাদা পায়
তবে রক্ষক কেন এমন ভক্ষক হয় ?
শোন বাঙালি তোমাকে বলি ছোট্ট একটি কথা
চাকরি পেতে লাগেনাতো মেধা
জ্ঞানকে খাতায় বন্দি করে সঙ্গে নিয়ে যাও কোটা
পেলেও পেতে পারো স্বাধীনতা,
প্রশ্ন তুললেও শুনতে হয় তো
তুমি রাজাকারের বেটা
শোন বাঙালি তোমাকে আরো বলি
আমরা রাষ্ট্রকে মেনে চলি -
সরকারের নয়তো বিরোধী
সামান্য আন্দোলনে হারিয়েছি কত ভাই বোন
ভেবে দেখো রক্ষকরা কার বেতন চোর
নয়তো মোরা কোটা বিরোধী
নয়তো মোরা রাষ্ট্র বিরোধী
খেতে চায় পরিবার নিয়ে তিন মুঠো ভাত
উপার্জন আসবে কথায় থেকে
জদি সব দখল করে সেই কোটা নামক জাত
শোন বাঙালি তোমাকে বলি
ক্ষমতা আসবে যাবে পালটাবেনা তো কোন কিছু
বর্তমান যাই হোক না কেন প্রাক্তন করে দেও পিছু
অতিতকে পড়লে মনে পলক হারায় চোখ দুটি
ঝাপসা দৃষ্টিতে দেখতেপায় এখনো বিদ্যুতের খুঁটি ।
শোন বাঙালি তোমাকে বলি
নিজের অর্থ নিজে খাও
পরিবারকেও সঙ্গে নাও
লেখা পড়া করে যাও
রাজনীতি শিখে নাও
নিজের জীবন কর না কো তুচ্ছ
পরিবারের কাছে তুমি অনেক মূল্য ।
পানিকে পান করো
দুশ্চিন্তা দূর করো ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.