শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শহীদ আসিফ হাসান এর কবর জিয়ারত করলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে আসিফ হাসান এর বাড়িতে পৌছান নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তালেব হোসেন, শিক্ষক মোহাম্মদ রাকিব হাসান, কেন্দ্রীয় সমন্বয়ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আহসান নাঈম, শাকিব, রাকিব প্রমূখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ সময়ে নিহত আসিফ হাসানের বাড়ির পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং পরে তার কবর জিয়ারত করেন। এসময়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.