মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সে ভিডিও মুঠোফোনে ধারন করে পালিয়ে যাবার সময় সামিউল (২৬) নামের এক যুবককে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার ভুল্লি থানাধীন দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের মহেণ চন্দ্রের বসত বাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আটককৃত যুবক পার্শ্ববর্তী খলিফাপাড়া গ্রামের খলিলের ছেলে বলে নিশ্চিত করেছে ভুল্লি থানা পুলিশ।
জয়দেব,অনিল চন্দ্র সহ অন্যান্য স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন লাগিয়ে দেয় কিছু দুর্বৃত্ত। আগুনের লেলিহান দেখতে পেয়ে মহেণের প্রতিবেশিরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন চার যুবক আগুন দেবার পর মুঠোফোনে সে ভিডিও ধারন করছে। এসময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী খলিফাপাড়া গ্রামের খলিলের ছেলে সামিউলকে আটক করে এবং কালেশুরগাঁওয়ের মৃত একরামুলের ছেলে রবি সহ অন্য দুজন অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়। তারা আরো জানান, আমাদের এ গ্রামে প্রায় ১২০ সনাতন ধর্মালম্বী বাড়ি রয়েছে। এর আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। যে ছেলেগুলি ভয়ানক এ কাজের সাথে জড়িত তাদের আমরা সব সময় আওয়ামীলীগ এর বিভিন্ন সভা সমাবেশ সহ নানা কর্মকান্ডের সাথে দেখেছি। তারা এ নেক্কারজনক কাজ করে আবার তা ভিডিও করছিলো এ কারনেই যে, এ ভিডিও তারা ছড়িয়ে দিয়ে বোঝাতে চেয়েছিল আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, রাতে স্থানীয়রা মোবাইল ফোনে অবগত করেন ঘটনার বিষয়ে। পালিয়ে যাবার সময় একজনকে তারা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসেন সামিউলকে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.