নিজস্ব প্রতিবেদকঃ গত ১৪ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবে ভাঙচুড় ২০জন সাংবাদিকের ওপর হামলার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (জেএফবি)। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল ও আমাদের সময় এর ফটোসাংবাদিক এস এম তামান্নার উপরও হামলার ঘটনা ঘটে।
এক বিবৃতিতে জেএফবি’র নেতৃবৃন্দরা বলেন, গত ১৪ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবে ভাঙচুড় ২০জন সাংবাদিকের ওপর হামলার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চেরাগী পাহাড় মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকদের উপর এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারিরা দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তাদের ক্যামেরা, মোবাইল ও ঘড়ি ভাংচুর করে।
জেএফবি নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরণের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকী। নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.