মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল শনিবার ১৭ (আগষ্ট) বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদের সঞ্চালনায় এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট জি, এম আশেক উল্লাহ, আইনজীবী আবু সিদ্দিক ওসমানী, সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাব সভাপতি শফিক আজাদ ও সেক্রেটারি জসিম আজাদ প্রমূখ।
বক্তারা বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের মানুষকে জিম্মি করে ফেলেছিলো। অনিয়ম-দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। গণমাধ্যমের টুঁটি চেপে রাখার জন্য আইসিটি, ডিজিটাল নামে কালো আইন জারি করেছিলো। বিগত ১৫ বছরে যারাই সরকার বিরোধী কথা বলেছে তাদের গুম, খুন করেছে। নির্বিচারে মানুষ হত্যা করেছে। কোটা বাতিলের মতো ন্যায্য অধিকার চাওয়ায় নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার এদেশের মানুষকে ১৫ বছরের বেশি জগদ্দল পাথরের মতো চেপে রেখেছিলো। কোনো রাজনৌতিক শক্তি এই হাসিনার পতন ঘটাতে পারেনি। কিন্তু এই কঠিন মূহুর্তে বাংলাদেশের মানুষের জন্য ত্রাতা হয়ে এসেছিলো শিক্ষার্থীরা। তারা তাজা রক্ত ও প্রাণ বিলিয়ে দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছেন।
সদ্য অর্জিত এ স্বাধীনতা যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে।
উক্ত দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.