মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় মূল্যবান মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে আনার পর মঙ্গলবার (২০ আগষ্ট) রাত সোয়া ৯ টার দিকে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কাকডাঙ্গা বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের একটি চালান পাচার করবে চোরাচালানীরা। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৬ বরাবর অনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে আগত মাদক চোরাকারবারীরা বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলাবার চেষ্টা করলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত এলাকা তল্লাশী করে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ হতে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.