মোঃ আব্দুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ গতকাল ১৯ আগস্ট সন্ধ্যায় ভোলা জেলার ভোলা সদর থানা দিন ধনিয়া ইউনিয়ন পরিষদের কোরার হাট এলাকার বাসিন্দা সালাউদ্দিন জেলে বজ্রপাতে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আসরের পরপর সালাউদ্দিন মাঝি ছেলে শাহিন মাঝি ও স্থানীয় অপর এক জেলে লিটন মাঝিকে নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে বের হন, মুষলধারে বৃষ্টির মাঝে সন্ধ্যার পর আকাশে একের পর এক বজ্রপাত সৃষ্টি হয় সেই বজ্রপাতের একটি সালাউদ্দিন মাঝি নৌকায় আছড়ে পড়ে এতে ঘটনা স্থানে সালাউদ্দিন মাঝি নিহত হন। জেলে লিটন মাঝি বজ্রপাতে আহত হন আর সালাউদ্দিন মাঝির ছেলে শাহীন মাঝি বজ্রপাত প্রভাবে নৌকা থেকে নদীতে পড়ে যায় , এ নিউজ লিখা পর্যন্ত সালাউদ্দিন মাঝির ছেলে শাহিন মাঝি নিখোঁজ রয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর ধনিয়া ইউনিয়ন আমির মাওলানা মনির হোসাইন নায়েবে আমির আব্দুর রহিম সেক্রেটারি প্রপেসর মোঃ জাহিদ ও শ্রমিক ফেডারেশন সভাপতি জনাব মুরাদ শিকদার সহ
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের কাছে গিয়ে খোজ খবর নেন এবং শোকার্ত পরিবারকে গভীরভাবে সমবেদনা জানান, আর তাদের সুখে-দুখে পাশে থাকার অঙ্গীকার ব্যত্যয় করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.