ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারকার আন্দোলন বাংলার ১৮ কোটি মজলুম গণমানুষের আন্দোলন। একটি পরিবারের কাছে গোটা দেশের মানুষ অসহায় ছিল। তারা তাদেরকে বাংলার মালিক এবং আমাদেরকে গোলাম ও বাদী মনে করত। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক 'মা' দাসী হয়ে বাঁচতে চায় না বলে রাস্তায় প্রতিবাদ করতে বের হয়েছিল।
ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ছাত্র- যুব সমাজের নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দেশের মাটিতে তারা দুই পা রাখারও সুযোগ পায়নি। অথচ তারা গাল ফুলিয়ে বলতো এদেশ আমার এবং আমার বাপের। সুতরাং এদেশ থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না। জামায়াত আমীর আজ বুধবার (একুশ আগস্ট) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ার শহীদ নুরুল মোস্তফার পরিবার বর্গকে নগদ অর্থ সহায়তা প্রদান কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সাধারণ জনতার সাথে পুলিশের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায় এ শিক্ষার্থী। তিনি স্থানীয় দারুস সালাম একাডেমীর দশম শ্রেণীর ছাত্র এবং পশ্চিম গজলিয়ার শফি উল্লার পুত্র।
জামায়াত আমীর আজ নুরুল মোস্তফার পিতাকে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা দেন। এছাড়া গত ১৬ অগাস্ট জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান দলের পক্ষ থেকে উক্ত পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছিলেন। উপজেলা জামায়াতের পক্ষ থেকেও এ পরিবারকে নগদ অর্থ সহযোগিতা করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি শামসুল আলম বাহাদুর, সেক্রেটারি মাওলানা মোঃ মহসিন, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জেহাদী, নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালি, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালি, জেলা কর্ম পরিষদ সদস্য ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামপুর সভাপতি শাহাব উদ্দিন সহ স্থানীয় জামায়াত- শিবিরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.