মেহেরপুর প্রতিনিধিঃ বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ, প্রাণ প্রাচুর্যে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে আল আরাফাহ ইসলামী ব্যাংক (পিএলসি) বামন্দী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট ) দুপুরে উপজেলার বামন্দীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বামন্দী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হাসান ওয়ায়েজ আল সাগর।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(ও এন্ড এম) মোঃ হানিফ রেজা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন।
সভাপতিত্ব মোঃ হাসান ওয়ায়েজ আল সাগর বলেন,আমরা আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি প্রতিষ্ঠান এবং সম্মানিত গ্রাহকগদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ এবং ঔষধি গাছ বিতরন করা হয়।আমাদের সকলের উচিত বৃক্ষ রোপণ করা।প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ করাসহ বিভিন্ন উপকারে আসে।
এসময় বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ এবং শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.