বামনা,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ওয়াশ প্রকল্পের আওতায় স্কুলের নিরাপদ পানি স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষনে বিভিন্ন শ্রেণীর মোট ২৪ জন শিক্ষার্থী বিগ্রেডের সদস্যবৃন্দ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। আজ ২২ আগস্ট ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার হালতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন তালুকদার ,প্রধান শিক্ষক হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়, ফারজানা ইয়াসমিন সহকারী প্রধান শিক্ষক হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ আরিফ বিল্লাহ সহকারী শিক্ষক হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়, আরো উপস্থিত ছিলেন ব্রাক ওয়াশ প্রকল্পের ট্রেইনার মোঃ রেজাউল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক ওয়াশ কর্মসূচি, সাংবাদিক মোঃ আল-আমিন হোসেন। প্রশিক্ষণের ট্রেইনার বলেন যে স্কুলের শিক্ষার্থী বিগ্রেড সদস্য বৃন্দ সহ সকল ছাত্র- ছাত্রীদের নিরাপদ পানি স্যানিটেশন এবং স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ধারণা প্রদান করে আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে স্কুলে ও সমাজে টেকসই পরিবেশ গড়ে তোলা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.