স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা ও ভয়াবহ বন্যা থেকে মুক্তির জন্য এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নিহত শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শুক্রবার ৩০ (আগস্ট) বিকেলে উপজেলার পুরান তাহিরপুর ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুরান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। থানা যুবদলের সাবেক সভাপতি রহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা।
সভায়, ইউনিয়ন বিএনপির সা.সম্পাদক আব্দুল আলী মাষ্টার,নওপাড়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা মো. হোসেন আলী শাহ,বিএনপির নেতা নাজিম হাসান, মো. মেহেদী হাসান মিলন,যুবদলের সাবেক সভাপতি রহিদুল ইসলাম,ছাত্রদলের সাবেক সা. সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শুধু তাই নয় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিগত ১৭ বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই। বিএনপি নেতাদের গুম খুন করে মামলা হামলা দিয়ে কোনঠাসা করে রাখা হয়েছিল। কথা বলতে দেয়া হয়নি। আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলছি। কেউ আমাদের বাধা দেয়ার সাহস নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ছাত্রী ও জনতার রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সকল আহতদের সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল। মহান আল্লাহ যেন নিহতদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, অসুস্থদের দ্রুত সুস্থতা দান করেন। একই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহজ্ব প্রভাষক মো.আজিজুর রহমান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন,নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ আলম পাটোয়ারী, বিএনপি নেতা মেহেদী হাসান মিলন, ইউপি ছাত্রদলের সভাপতি বাচ্চু রানা,সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন, রশিদ, সজলসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও সকল আহতদের সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা,ভয়াবহ বন্যা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.